ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় দ্বিতীয় ইযরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৩ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

গাজার আল-শিফা হাসপাতালের কাছে দ্বিতীয় ইযরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইযরায়েলের সেনারা। হাসপাতালের কাছে একটি ভবন থেকে ১৯ বছর বয়সী ইযরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) কর্পোরাল নোয়া মার্সিয়ানোর মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে শুক্রবার ভোরে জানিয়েছে ইযরায়েলি সামরিক বাহিনী।

এক বিবৃতিতে বলা হয়, নোয়া মার্সিয়ানোর মরদেহ ইযরায়েলি ভূখণ্ডে হস্তান্তর করা হয়েছে। হামাসের একটি ভিডিও প্রকাশের কয়েক দিন পর আইডিএফ তার মরদেহ উদ্ধার করল।

হামাসের দাবি ইযরায়েলি বিমান হামলায় মার্সিয়ানো নিহত হয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার ইয়েহুদিত ওয়েইস নামের আরেক ইযরায়েলি নারীর মরদেহ উদ্ধার করে ইযরায়েলের সেনারা। তবে দুই নারীর মরদেহ একসঙ্গে পাওয়া গেছে কিনা তা জানা যায়নি। তাদের মৃত্যু কোন পরিস্থিতিতে হয়েছে তার সঠিক কারণ এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার আইডিএফ জানায়, গাজার আল-শিফা হাসপাতালের কাছে পাওয়া ৬৫ বছর বয়সী ইযরায়েলি নারী ইয়েহুদিত ওয়েইসের মরদেহ উদ্ধার করা হয়েছে। সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে হামাস ওয়েইসকে হত্যা করেছে।

ওয়েইস কিববুৎজ বেইরির বাসিন্দা ছিলেন। হামাস জঙ্গিরা তাকে ৭ অক্টোবর অপহরণ করেন। নিহতদের মধ্যে তার স্বামী শামুয়েলও রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।