ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

গাজার এক স্কুলে ইসরাইলি হামলায় ২০০ ফিলিস্তিনি শহীদ

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৩ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

উত্তর গাজার আল-ফাখুরা স্কুলে ইসরাইলি বোমা হামলায় দুইশ’র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলের নির্বিচার হামলা থেকে বাঁচতে জাবালিয়া এলাকার এই স্কুলে হাজার হাজার বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন।

এছাড়া সেখানকার ‘তাল আল জাতার’ স্কুলেও বোমা ফেলা হয়েছে।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, আজ দখলদার বাহিনীর জঙ্গিবিমানগুলো জাবালিয়া এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করা হচ্ছে বলেও তারা জানিয়েছেন।

এছাড়া আজ গাজার অন্যান্য স্থানেও জঙ্গি বিমানগুলো থেকে বোমাবর্ষণ করা হয়েছে। এর ফলে আরও বহু ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় ১২ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। আমেরিকা, ইউরোপসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন ও সহযোগিতায় সেখানে নারকীয় হত্যাকাণ্ড চালানো হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোও জোরালো কোনো পদক্ষেপ নিচ্ছে না।#

পার্সটুডে/এসএ/১৮

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।