চট্টগ্রামে হাটহাজারীতে উপজেলার দক্ষিণ আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৭।
আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ পাহাড়তলী (খোসাল শাহ এর বাড়ি), ১নং ওয়ার্ড, মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ মোরশেদ আলম এবং ফেনী জেলার পশুরাম উপজেলার ৩নং চিতলিয়া ইউপি ১নং ওয়ার্ড, এর জগমোহনপুর (মজুমদার বাড়ি) এর খলিল আহাম্মদের পু্ত্র মোঃ মঞ্জুরুল করিম (৩৬) আটককৃত মোঃ মোরশেদ আলম এর বাড়ির ভাড়াটিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের দায়িত্বরত মেজর মুশফিকর রহমান।
সুত্রে জানা যায়, বূধবার সন্ধ্যায় উপজেলা আমান বাজারস্থ বিআরটিএ অফিস হতে উত্তর-পশ্চিম দিকে চট্টগ্রাম-হাটহাজারী পাকা রাস্তার পশ্চিম পার্শে বিসমিল্লাহ ট্রেডার্স নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামীদের আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেহ তল্লাশি করে তাদের নিজ নিজ হেফাজতে থাকা লুঙ্গি কোট ও প্যান্টের পকেট হতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।