মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি যুক্তরাষ্ট্রে আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। এই বিষয়ে সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান শেরড ব্রাউন সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, চীনা বৈদ্যুতিক যানবাহন যুক্তরাষ্ট্রের অটো শিল্পের জন্য অস্তিত্বের হুমকি।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্র একটি বিষয়ে তদন্ত শুরু করছে যেখানে দেখা হবে চীনা গাড়িগুলো জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করে কিনা। চীনের বৈদ্যুতিক যান মার্কিন বাজারের জন্য ক্ষতিকর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সিনেটর ব্রাউন সামিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক ভিডিও বার্তায় বলেন, চীনের বৈদ্যুতিক যান যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়ার অনুমতি দিচ্ছে না, কারণ এটি আমাদের অটো শিল্পের জন্য হুমকি।
চীন বিশ্বের বৃহত্তম গাড়ি তৈরিকারী দেশ এবং গাড়ির বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রতিনিয়ত জাপানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে।
চলতি সপ্তাহে চীন সফরের সময় মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বেইজিংকে সতর্ক করেছিলেন, ওয়াশিংটন ২০০০ সালের প্রথম দিকের “চীন শক” এর পুনরাবৃত্তি হতে দেবে না। তখন চীনের আমদানি করা পণ্য যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছিল।