ঢাকাশনিবার , ১৫ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত ইসলামীর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক
মে ১৫, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

নাশকতার মামলায় জামায়াত ইসলামীর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সাতকানিয়া থানার ছমদরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, হাটহাজারীতে হেফাজতের নাশকতায় ইন্ধনদাতা ও প্ররোচনাকারী হিসেবে শাহজাহান চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া গেছে। নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

১৯৯১ ও ২০০১ সালে দু’বার সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শাহজাহান চৌধুরী। ওয়ান-ইলেভেন পরবর্তী জরুরি অবস্থার সময় দুর্নীতির দায়ে দণ্ডিত হন তিনি। ২০০৮ সালে সংসদ নির্বাচনে শাহজাহান চৌধুরী মনোনয়ন পাননি।

মুক্তিযুদ্ধের সময় ইসলামী ছাত্রসংঘের নেতা শাহজাহান চৌধুরী নব্বই দশকে সাতকানিয়া-লোহাগাড়ায় এবং মহানগরে বিশাল ক্যাডারবাহিনী গড়ে তোলেন। সেই সময়ের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে জড়িত অনেক নেতাকর্মীকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।