আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ২ সপ্তাহের জামিন মঞ্জুর করেছে দেশটির হাইকোর্ট। একই সাথে তাকে মুক্তি দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার পাকিস্তান হাইকোর্টের বিচারপতি মিয়াগুল হাসান অওরঙ্গজেব এবং বিচারপতি সামান রিফাত ইমতিয়াজের ডিভিশন বেঞ্চ পিটিআই চেয়ারম্যানকে মুক্তির এ আদেশ দেয়।
এরআগে, দুই সদস্যের বিশেষ বেঞ্চে এই শুনানি শুরুর পর থেকেই আদালতের ভেতরে স্লোগান দিতে থাকেন ইমরানপন্থিরা।
ইমরান খানের গ্রেপ্তারকে, বৃহস্পতিবারই বেআইনি ঘোষণা করেছিলো সুপ্রিম কোর্ট। এসময় তাকে দ্রুত মুক্তির নির্দেশও দেন দেশটির প্রধান বিচারপতি।
এদিকে, গতকাল পুলিশ লাইনস গেস্ট হাউসে ইমরান খানের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।
অন্যদিকে, শাহ মাহমুদ কুরেশির পর ইমরান খানের দল পিটিআইয়ের আরও দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে ইয়াসমিন রশিদ ও শিরীন মাজারিকে গ্রেপ্তার করা হয়। চলমান বিক্ষোভ-সহিংসতায় দেশটিতে টানা চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা।
অবিলম্বে পাকিস্তানজুড়ে ইন্টারনেট পরিষেবা পুনঃস্থাপন এবং উত্তেজনা প্রশমনে ব্যবস্থা নিতে শাহবাজ প্রশাসনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।