ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

টিয়ার গ্যাস ব্যবহার না করার জন্য পু‌লিশ‌কে নি‌র্দেশ দি‌লেন পোর্টল্যান্ডের মেয়র!

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২০ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

বর্ণবাদ বিরোধী বিক্ষোভে ক্ষতিগ্রস্ত অরেগনের পোর্টল্যান্ডের মেয়র বৃহস্পতিবার বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ব্যবহার না করার জন্য নগরীর পুলিশকে নির্দেশ দিয়েছেন।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই নগরীতে বর্ণবাদ ও পুলিশের নির্মমতার বিরুদ্ধে ১০০ দিনের বেশী প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গত মে মাসে মিনিয়াপোলিস সিটিতে এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডকে হাঁটু দিয়ে চেপে রেখে শ্বাসরোধ করে হত্যার পর থেকে রাস্তায় বিক্ষোভ প্রদর্শনকারী ‘ব্লাক লাইভ ম্যাটার’ এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীরা পোর্টল্যান্ডের ডেমোক্র্যাট দলীয় মেয়র টেড হুইলারের কড়া সমালোচনা করেন।
হুইলার একই সঙ্গে মেয়র এবং পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণবাদী বৈষম্য হ্রাস এবং পুলিশের বর্বরতা নিরসনে অঙ্গীকার পুরণে ব্যর্থতার জন্য হুইলার সমালোচিত হন।

হুইলার এক ঘোষণায় বলেন ‘আমাদের কমউনিটি থেকে সহিংসতা হ্রাসের এটিই উপযুক্ত সময়। আমরা সবাই পরিবর্তন চাই। আমাদের সবার পরিবর্তনের সুযোগ এবং দায় রয়েছে। আমরা সবাই মৌলিক ইস্যু কৃষ্ণাঙ্গ এবং সকল বর্ণের মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠিত করার দিকে মনোনিবেশ করতে চাই।’

তিনি বলেন, ‘এ কারণেই পুলিশ কমিশনার হিসেবে আমি পোর্টল্যান্ড পুলিশকে বিক্ষোভ দমনে সিএস গ্যাস ব্যবহার না করার নির্দেশ দিয়েছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।