ঢাকাসোমবার , ১৯ ডিসেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ডেমোক্রেটিক পার্টি ও পুরো যুক্তরাষ্ট্র ব্যবস্থার সব অংশ ক্যান্সারে আক্রান্ত- ট্র্যাম্প

আন্তর্জা‌তিক ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২২ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্র এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর মতো। শনিবার তার নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখা এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ঐ পোস্টে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং বিচার বিভাগের কঠোর সমালোচনা করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, আমাদের দেশটা ভেতর থেকে অসুস্থ হয়ে পড়েছে, ঠিক যেন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু ব্যক্তির মতো।

তি‌নি ব‌লেন, কুটিল এফবিআই, তথাকথিত বিচার ও গোয়েন্দা বিভাগ, ডেমোক্রেটিক পার্টি ও পুরো রাষ্ট্র ব্যবস্থার সব অংশ ক্যান্সারে আক্রান্ত।

এফবিআই -এর উদ্দেশ্যে তিনি বলে, এই অস্ত্রধারী ঠগ এবং অত্যাচারীদের অবশ্যই মোকাবেলা করতে হবে, নইলে আমাদের এক সময়ের মহান এবং সুন্দর দেশটি মারা যাবে।

তিনি অতীতের মতো আবারও দাবি করেছেন যে, গত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া ছিল অস্বচ্ছ। এই কারণেই মানুষ ওয়াশিংটনে প্রতিবাদ করেছিল।

এর আগে ২০২০ সালের নির্বাচনের পরপরই ভোট জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন স্থানে সহিংসতা চালায় ট্রাম্প সমর্থকেরা।

তবে ট্রাম্পের দাবি, মার্কিন জনগণ নিজ উদ্যোগে এসব প্রতিবাদের অংশগ্রহণ করেন। সহিংসতার জন্য তিনি দায়ি নন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।