ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার জামায়াত-বিএনপির ডাকা হরতালের সমর্থনে সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে গেছে। এর আগে, শনিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে একটি থেমে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আরিচা থেকে ৫০ জন যাত্রী নিয়ে স্বপ্ন পরিবহনের বাসটি মানিকগঞ্জে আসছিল। পথিমধ্যে বাসটি তরা এলাকায় আসলে বাসের ভেতরে থাকা মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত বাসের যাত্রীদের মারধর করে নামিয়ে দেয়। পরে তারা পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে অপেক্ষমাণ তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।