ঢাকারবিবার , ১৬ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া ফেরি ঘাটে বাড়তে শুরু করেছে ঢাকামুখী মানুষের চাপ।

নিজস্ব প্রতিবেদক
মে ১৬, ২০২১ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঈদ শেষে এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছে ঘরে ফেরা মানুষেরা। আজ রোববার সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ঘাটে বাড়তে শুরু করেছে ঢাকামুখী মানুষের চাপ। তবে নেই কোনও সামাজিক দূরত্ব, মানা হচ্ছে না ন্যুনতম স্বাস্থ‍্যবিধি। নেই প্রশাসনের নজরদারিও।


গণপরিবহন বন্ধ থাকায় তিন চাকার যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে ফেরি ঘাটে আসছে যাত্রীরা। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফেরি পারাপার হচ্ছে শত শত যাত্রী। নেই কোনও সামাজিক দূরত্ব, মানা হচ্ছে না ন্যুনতম স্বাস্থ‍্যবিধি। আবার অনেক যাত্রীর মুখে নেই কোনও মাস্ক। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি নিশ্চিতে ফেরিগুলোতে নেই প্রশাসনের নজরদারিও।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব‍্যবস্থাপক মোঃ মজিবর রহমান জানান, ‘দৌলতদিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় কোনও যানবাহন নেই। তবে সকাল থেকেই রয়েছে যাত্রীর চাপ।’ এই রুটে ছোট বড় মিলে ১৬টি চলাচল করছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।