বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বিধান করে মন্ত্রীসভায় খসড়া চুড়ান্ত অনুমোদন দেওয়ায় এবং উক্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে কাশিয়াবাড়ী স্কুল মাঠ থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে বাজারে প্রদক্ষিন শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় কিশোরগাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,৩ ওয়ার্ড সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,২নং ওয়ার্ড সাধারন সম্পাদক আঃ রাজ্জাক,প্রচার সম্পাদক গোলাম মোস্তফা,কিশোরগাড়ী ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি শহিদুল ইসলাম,কিশোরগাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আসলাম প্রামানিক টুটুল,ছাত্রনেতা মোস্তফা মন্ডল,খলিলুর রহমান,লিমন,মান্নান সরকার প্রমূখ।