ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নতুন করে কঠোর হিজাব আইন আনছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ৫, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ইরানে মাহসা আমিনির মৃত্যুর কারণে সৃষ্ট বড় বিক্ষোভের এক বছর হওয়ার মাত্র কয়েক সপ্তাহ
আগে, কর্তৃপক্ষ হিজাব পরিধানের উপর একটি নতুন বিল প্রস্তুত করছে যা বিশেষজ্ঞরা মনে করছেন
পরবর্তী হিজাব আইন এবং এই বিষয়ক কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সিএনএন জানিয়েছে, এই ৭০ ধারার খসড়া আইনে বেশ কিছু প্রস্তাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে যদি
নারীরা বোরখা পরতে অস্বীকার করে তাহলের তাদের জন্য অনেক দীর্ঘ কারাদণ্ড দেয়া হবে।
নিয়ম লঙ্ঘনকারী সেলিব্রিটি এবং ব্যবসায়ীদের জন্য কঠোর নতুন শাস্তি এবং এই আইন লঙ্ঘন
সনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হবে।

বিশেষজ্ঞরা বলেছেন, খসড়া আইনটি এখনও পাস করা হয়নি। তবে বুঝা যায়, গত বছর দেশটির
বিশাল বিক্ষোভ সত্ত্বেও সরকার হিজাবের বিষয়ে তার অবস্থান থেকে পিছপা হবে না।

চলতি বছরের শুরুর দিকে বিচার বিভাগ দ্বারা খসড়া আইনটি সরকারের কাছে জমা দেয়া হয়।
তারপর সংসদে পাঠানো হয় এবং পরবর্তীতে আইন ও বিচার বিভাগীয় কমিশন দ্বারা অনুমোদিত
হয়েছিল। এটি সংসদে উপস্থাপনের আগে আগামীকাল রোববার (৬ আগস্ট) গভর্নর বোর্ডে
জমা দেয়া হবে।

২২ বছর বয়সী মাহসা আমিনি একজন কুর্দি-ইরানি নারী ছিলেন, যিনি গত বছর সেপ্টেম্বরে দেশের
রক্ষণশীল ড্রেস কোড না মানায় ইরানী পুলিশ দ্বারা আটক হন। পরবর্তীতে তিনি পুলিশি হেফাজতে
থাকাকালীন মারা যান।
এরপরই বিক্ষুব্ধ হয়ে উঠেছিল ইরান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।