ঢাকারবিবার , ২১ আগস্ট ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নানামুখী সংকটে জর্জড়িত বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় দেশ ভুটানের অর্থনীতি।

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নানামুখী সংকটে জর্জড়িত বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় দেশ ভুটানের অর্থনীতি।বাণিজ্য ঘাটতি ও আমদানি ব্যয় ক্রমেই বাড়ছে দেশটিতে। অন্যদিকে কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ভুটান সরকার। তাই সংকট সমাধানে বেশি বিদেশি গাড়ি আমদানি তে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। চিন ও ভারত সীমান্তে অবস্থিত ভুটান এখন অর্থনৈতিক সংকটের মুখে পড়ার আশঙ্কায় বলছেন সেদেশের অর্থনীতি বিশেষজ্ঞরা।

এর আগে স্থানীয় সময় শুক্রবার সরকারি এক নোটিশে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। ওই নোটিশে বলা হয়, রিজার্ভ হ্রাস রোধে ইউটিলিটি যান বাদে বাকি সব ধরনের যানবাহন আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভুটান। তবে দেশটি ভারী মাটি সরানোর যন্ত্র কিংবা কৃষি যন্ত্রপাতি আনার ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি।

মোট দেশীয় পণ্যের চেয়ে মোট জাতীয় সুখের ওপর জোর দেয়ার জন্য অধিক পরিচিত ভুটান। আট লক্ষেরও কম জনসংখ্যার দেশটির অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে থাকে পর্যটনশিল্পের ওপর। কিন্তু করোনা বিধিনিষেধের কারণে অতিমারী শুরুর পর থেকেই প্রায় পর্যটনশূন্য হয়ে পড়েছিল ভুটান। সে অবস্থা এখনও ততটা স্বাভাবিক হয়নি ভুটানে।

এদিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গম ও তেলের দামও বেড়েছে। বর্তমানে অর্থনৈতিক সংকটের সম্মুখীন দক্ষিণ এশিয়ার দেশটি। ফলে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিকে থাকার জন্য লড়াই করছে।

সম্প্রতি পেশ হওয়া বাজেটে ভুটানের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব ঘাটতি দেখা গেছে। যা দেশটির জিডিপির প্রায় ১২ শতাংশ।

২০২১ সালের এপ্রিলে ভুটানের হাতে ছিল ১৪৬ কোটি মার্কিন ডলার। আট মাসের মধ্যে গত ডিসেম্বরে ভুটানের হাতে সেই রিজার্ভ কমে এসে দাঁড়ায় ৯৭ কোটি মার্কিন ডলারে।করোনা মহামারির আগে ভুটানের বৈদেশিক ঋণ ছিল ২৭০ কোটি ডলার। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩২০ কোটি ডলারে।

ভুটানের রাজস্বের অন্যতম উৎস পর্যটন খাত। দেশটির ৫০ হাজারের বেশি নাগরিক এই খাতে কর্মরত। চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাতটি। পর্যটন থেকে আগের বছরের তুলনায় ২০১৯-২০ সালে রাজস্ব কমেছে ৪১ শতাংশ।

ভুটানের অর্থনৈতিক উন্নয়ন জলবিদ্যুৎ খাতের বৃদ্ধির সাথে যুক্ত। দেশটি উৎপাদিত শক্তির প্রায় ৭০ শতাংশ ভারতে রপ্তানি করে। এছাড়া, ভুটানের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার ভারত। সংকটময় এই পরিস্থিতিতে ভুটানের প্রতি ভারতের সহায়তার হাত বাড়িয়ে দেয়া প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।

বিশ্বের অন্যতম সুন্দর ও সুখী দেশ ভুটান। সারা পৃথিবীর নানা পর্যটক মিষ্টি সুন্দর ছবির মতো এই দেশটিকে দেখতে যান। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, অচিরেই সামলে উঠবে ভারতের প্রতিবেশী দেশ ভুটান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।