নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে গোলাগুলির ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে অকল্যান্ডের মেয়র সরকারি ব্রডকাস্টার আরএনযির কাছে গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন।
অকল্যান্ডের মেয়র ওয়েইন ব্রাউন আরএনযিকে জানিয়েছেন যে, তিনি পুলিশের কাছ থেকে নিয়মিত আপডেট পাচ্ছেন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছে।
সিএনএন জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ ছয়জনের আহতের খবর নিশ্চিত করেছে।
হামলাকারীও ব্যক্তিও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে বাহিনীটি।
তারা জানিয়েছে, এটি বিচ্ছিন্ন ঘটনা।
অকল্যান্ডের লোয়ার কুইন স্ট্রিটের নির্মানাধীন ভবন অকল্যান্ড সিবিডিতে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ তদন্ত শুরু করেছে ও এক টুইটে লোকজনকে ওই এলাকা এড়িয়ে যেতে বলছে।
সিএনএনের সহযোগী সংবাদ সংস্থা নিউজহাব বলেছে যে, রক্তাক্ত এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে নিয়ে যেতে দেখা গেছে পুলিশকে।
অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয়।
অকল্যান্ডে আর কয়েক ঘণ্টা পরই নারী বিশ্বকাপের ফুটবল আসরের উদ্বোধন করা হবে।
নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, হামলার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
বিশ্বকাপ সময়মতোই মাঠে গড়াবে।