এখনো হদিস মেলেনি আটলান্টিকে নিখোঁজ সাবমেরিন টাইটানের। ধারণা করা হচ্ছে, ডুবোজাহাজটিতে আর মাত্র ১০ ঘণ্টার মতো অক্সিজেন মজুদ আছে।
খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খবরে বলা হয়, হারিয়ে যাওয়া এলাকা থেকে শব্দতরঙ্গের মাধ্যমে আবারও আওয়াজ শোনার কথা জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড।
তারা জানায়, তল্লাশি অভিযানের আওতা আরও বাড়ানো হচ্ছে।
একটি এইচসি-১৩০ হারকিউলিস ফ্লাইট ৮৭৯ মাইল (১৪শ’ কিলোমিটার) এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে।
এদিকে, সাবমেরিনটি উদ্ধারে নতুন করে অভিযানে যুক্ত হয়েছে একাধিক জাহাজ, কানাডার কয়েকটি বিমান ও রোবটের মাধ্যমে পরিচালিত ছোট ছোট নৌযান।
এখনো ধনকুবের ৫ আরোহীকে জীবিত উদ্ধারের আশা করছেন বিশেষজ্ঞরা।
রোববার টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয় পর্যটকবাহী ডুবোযান টাইটান।
কানাডার নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জোনস উপকূল থেকে রওনা দিয়েছিল টাইটান। সাগরের গভীরে ডুব দেয়ার পৌনে দুই ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণকারী জাহাজের সাথে সংযোগ হারিয়ে ফেলে।
আরোহীদের মধ্যে আছেন ব্রিটিশ ধনকুবের হামিশ হারডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহাজাদা দাউদ ও তার ছেলে সুলেমান এবং ওশেনগেটর প্রধান নির্বাহী স্টকটোন রুশ, অপরজন ফরাসি নাবিক পল হেনরি।
ইউএইচ/