ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নিরীহ ফিলিস্তিনীদের ওপর হামলার কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়: বিন সালমান

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২১, ২০২৩ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি যুবরাজ বিন সালমান বলেছেন: গাজায় ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করা কোনো অজুহাতেই গ্রহণযোগ্য নয়। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ পিজিসিসি এবং আসিয়ানের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে তিনি এ কথা বলেন।

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংস্থা আসিয়ান নেতাদের বৈঠক রিয়াদ শহরে শুরু হয়েছে। সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের বক্তৃতার মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। অধিকৃত অঞ্চলের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ওই সম্মেলনের অন্যতম লক্ষ্য।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্মেলনের উদ্বোধনী ভাষণে অধিকৃত ফিলিস্তিন পরিস্থিতি এবং গাজায় ইহুদিবাদী ইসরাইলি অপরাধযজ্ঞের কথা উল্লেখ করেন। তিনি বলেন: আমরা ফিলিস্তিন ইস্যুর একটি স্থায়ী সমাধান চাই।

তিনি বলেন গাজায় ইসরাইলি বর্বর সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে নিরীহ ফিলিস্তিনীদের ওপর এবং তাদের বাড়িঘরের ওপর সহিংসতা বন্ধ করতে হবে। বিন সালমান বলেন: আমরা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য এমন একটি ন্যায়সঙ্গত সমাধান খুঁজছি, যাতে সবার জন্য নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত হয়।#

পার্সটুডে/এনএম/২০

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।