ঢাকাসোমবার , ১২ ডিসেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে ফ্রান্সের ইউরেনিয়াম আমদানি তিন গুণ বেড়েছে

আন্তর্জা‌তিক ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২২ ৪:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনা বাড়িয়েছে ফ্রান্স।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে ফ্রান্সের ইউরেনিয়াম আমদানি তিন গুণ বেড়েছে বলে জানিয়েছে ফরাসি সাময়িকী ‘কানায অনশানে’।

পত্রিকাটি লিখেছে, ফ্রান্সের বিদ্যুৎ কোম্পানির শুল্ক বিষয়ক কাগজপত্র ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।
এতে আরও বলা হয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে রাশিয়া থেকে ২৯০ টন ইউরেনিয়াম আমদানি করেছে ফ্রান্স।
এ জন্য তারা রাশিয়াকে সাড়ে ৩৪ কোটি ইউরো পরিশোধ করেছে।

ফ্রান্সের ৫৬টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে। এর মধ্যে ২৪টি রিঅ্যাক্টরের সংস্কারের কাজ চলছে।
জ্বালানি সংকট ঠেকাতে ফ্রান্স এই পরিমাণ ইউরেনিয়াম কিনেছে।
বিভিন্ন সূত্র জানিয়েছে, রাশিয়ার ইউরেনিয়াম দামে তুলনামূলক সস্তা।
এ কারণেই সেখান থেকে ইউরেনিয়াম কিনেছে দেশটি।

ফ্রান্সের জ্বালানিমন্ত্রীর বক্তব্য ও আচরণ থেকেও এ বিষয়টি স্পষ্ট হয়েছে।
তিনি রাশিয়া থেকে কেনা ইউরেনিয়ামের ধরণ ও প্রকৃতির বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি।#

পার্সটুডে/এসএ/১১

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।