পঞ্চগড়ের আটোয়ারীতে চোরাই মালামাল সহ দুই চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আটোয়ারী থানা পুলিশ। জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে উপজেলার ফকিরগঞ্জ বাজারের মেসার্স মারিয়া ট্রেডার্স সহ অপর একটি দোকানে দু’টি টেলিভিশন সহ মনোহারীর মালামাল চুরি হয়। খবর পেয়ে পুলিশ চুরির ঘটনা পরিদর্শন করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের দিক নির্দেশনা মোতাবেক পুলিশ মালামালসহ চোরের সন্ধানে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। পুলিশের দায়িত্বকে গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে শনিবার (২৬ সেপ্টেম্বর) সারাদিন প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামাল সহ দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আটোয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার তোড়িয়া ইউনিয়নের উত্তর সুখাতি গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে মোঃ ফরিদুল ইসলাম(২৩), অপরজন মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জুয়েল দাসের ছেলে শুভ দাস(২০)। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন মালামাল সহ দুই জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদের বিরুদ্ধে ৪৬১/৩৮০ ধারায় আটোয়ারী থানায় একটি চুরির মামলা রুজু হয়েছে। মামলা নং-১৫, তারিখ ২৬/০৯/২০২০ ইং। গ্রেফতারকৃত দুই চোরকে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।