পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নের বন্যা কবলিত দুঃস্থ গবীর ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ১০ অক্টোবর দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠে আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ এর নিজস্ব অর্থায়নে তার নিউ লাইভ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যা কবলিত এলাকার দুঃস্থ গরীব ও অসহায় ১৮০টি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ লাইভ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও দলিল লেখক লুৎফর রহমান সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও দলিল লেখক মাহামুদুজ্জামান প্রান্ত, হোসেনপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেত্রী লাইজু বেগম, অত্র সংগঠনের স্বেচ্ছাসেবী রশিদুল ইসলাম, মামুন মিয়া, আউয়াল সরকার প্রমূখ।এসময় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
এর আগে ৯ অক্টোবর আন্দুয়া কারিগরি কলেজ মাঠে একই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ১০০টি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।