পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসার (ভারঃ)একেএম আব্দুস ছালামের বিরুদ্ধে ৩০ লক্ষ টাকা আত্নসাত সহ নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে এ তদন্ত অনুষ্ঠিত হয়। এসময় তদন্তকারী কর্মকর্তা হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (তদন্ত) মির্জা মোঃ হাসান খসরু, গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী, অভিযোগকারী পলাশবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ফেরদাউছ মিয়া প্রমুখ। এসময় অভিযোগকারী প্রধান তদন্ত কর্মকর্তার হাতে অভিযোগের স্বপক্ষে ৩২৭ পাতার ডকুমেন্টারী তথ্য-উপাত্ত ও অনিয়ম-দূর্নীতির উপর সময় টেলিভিশনে প্রচারিত ৩টি ভিডিও ফুটেজ ও বিভিন্ন পত্র-পত্রিকার সংবাদের কাটিং হস্তান্তর করেন।এসময় প্রেসক্লাব সভাপতি রবিউল ইইসলাম পাতা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন সহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।