ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পল্টন কার্যাল‌য়ে পুলিশি হামলায় রুয়েট শিক্ষক ফোরামের নিন্দা ও প্রতিবাদ

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের হামলা, নির্বিচার গুলিবর্ষণে একজন কর্মী নিহত, শতাধিক নেতাকর্মী আহত ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

আজ বৃহস্পতিবার সভাপতি প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ নিন্দা জানান।

নেতৃদ্বয় বলেন, এ দেশের মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে ভয়ভীতি দেখিয়ে ও বল প্রয়োগের মাধ্যমে স্তব্ধ করার জন্যই সরকারের নির্দেশে অতি উৎসাহী কিছু পুলিশ বিনা উস্কানিতে এই বর্বরোচিত হামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটিয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। আমরা লক্ষ্য করছি, তাঁরা বিভিন্ন ভাবে বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশ গুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রতিবন্ধকতা তৈরি করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিরোধী দলের সমাবেশকে ঘিরে তাঁরা একটি সহিংস পরিস্থিতি তৈরি করে জনমনে ভীতি সঞ্চার করতে পরিকল্পিত ভাবে এই হামলা করেছে বলে আমরা মনে করি।

তারা আরো বলেন, স্বাধীন মতপ্রকাশ, সমবেত হওয়ার ও শান্তিপূর্ণ সমাবেশের মতো জনগণের সাংবিধানিক মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে পুলিশ বাহিনির প্রতি আমাদে আহ্বান। তাঁদেরকে স্মরণ করে দিতে চাই, জনগণের অধিকার আদায়ের স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন বল প্রয়োগ করে বন্ধ করা যায় না। বরং কোনো দল বিশেষের অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দীর্ঘায়িত করার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হলে জনগণের কাছে তাঁদেরকে জবাবদিহি করতে হয়।

আমরা বিরোধী দলের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করি এবং পুলিশ প্রশাসনকে সহিংসতা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে এবং জনগণের সাংবিধানিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে তাঁদের প্রতি আহবান জানাই অন্যথায় সকল আনাকাঙ্খিত পরিস্থিতির দায়ভার তাঁদেরকেই নিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।