ঢাকাবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য শেহবাজ শরিফ এর নাম ঘোষণা।

আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ( পিএমএল-এন) পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবর্তে শেহবাজ শরিফ এর নাম ঘোষণা করেছে।

এনডিটিভি জানিয়েছে, পিএমএল-এন এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ তার ছোট ভাই শেহবাজ শরীফকে দেশটির প্রধানমন্ত্রী পদ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন।

তিনি বলেন, নওয়াজ শরিফ সেই সকল রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন যারা পিএমএল-এনকে সরকার গঠনে সমর্থন দিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান চলমান সংকট থেকে বেরিয়ে আসবে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি প্রধানমন্ত্রী পদে না দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণা আসল।

কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন জিতে চমক দেখালেও সাধারণ নির্বাচনের পাঁচ দিন পরে পাকিস্তানের পরবর্তী সরকার কেমন হবে তা নিয়ে প্রশ্ন উঠছিল। তিনটি প্রধান দল, পিএমএল-এন, পিপিপি এবং পিটিআই সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই জোট সরকার গঠন ছাড়া কোন উপায় ছিল না।

এর আগে পিপিপি এর পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে দলটি পিএমএল-এনকে সাহায্য করবে কিন্তু তারা সরকারের অংশ হবে না। এমনকি কেন্দ্রীয় সরকারে কোনো মন্ত্রীও তাদের দল থেকে হবে না।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দেশটির সাধারণ নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১০১টি আসন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫টি আসন এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি আসনে জয় লাভ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।