ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

প্রেমে প্রত্যাখ্যান হওয়ায় লাইভে এসে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দুমকীতে ফেসবুক লাইভে এসে রুবেল হোসেন (৩৫) নামে এক শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
শুক্রবার মধ্যরাতে ভাড়া বাসায় এ ঘটনা ঘটান তিনি।
রুবেল দুমকী এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। তিনি পাশের বাউফল উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল দু’টি বিয়ে করেছেন এবং দুটি সন্তান রয়েছে।
উপজেলার একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সময় প্রেমে জড়িয়ে এক ছাত্রীকে বিয়ে করেন।
কিছুদিন পর ঢাকায় বিসিএসের প্রস্তুতি নিতে গিয়ে প্রেমে জড়ান। পরে স্ত্রীকে তালাকের নোটিশ দিলে তিনি আইনের আশ্রয় নেন।
গত মার্চ মাসে রুবেল সংসার করবেন বলে আদালতে মুচলেকা দেন।
এর আগে বাউফলে আরেকটি বিয়ে করে সন্তান রেখে স্ত্রীকে তালাক দেন বলে জানা গেছে।
দুমকী এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ পান রুবেল।
স্থানীয়দের ভাষ্য, কিছুদিন আগে এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সুবাদে বড় বোনের সঙ্গে প্রেমে জড়িয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন।
তবে ওই পরিবার প্রস্তাব প্রত্যাখান করায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
শুক্রবার রুবেল ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিলে তা ভাইরাল হয়।
এ ছাড়া নিজ কর্মস্থল বিদ্যালয় নিয়ে নেতিবাচক স্ট্যাটাস দিলে অনেকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার বিষয়টি থেকে রেহাই পেতে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।
তার লাইভ ভিডিওতে দেখা যায়, তিনি আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন। গলায় রশি দিয়ে ঝুলে পড়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন তাকে উদ্ধার করেন।
দুমকী এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহামুদা আক্তার হেপি জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়েছেন তিনি। তবে শিক্ষক রুবেলের বিষয়ে কোনো অভিযোগ পাননি।
ছাত্রীর মায়ের ভাষ্য, রুবেলের আচরণ শিক্ষকসূলভ মনে না হওয়ায় তাকে পড়াতে আসতে নিষেধ করা হয়েছিল।
পরে মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেও প্রত্যাখান করেন।
কয়েকদিন আগে তাদের বাসায় এসে হুইল পাউডার খেয়ে অসুস্থ হয়ে পড়েন রুবেল।
এ বিষয়ে রুবেল হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবিদ হাসান জানান, রাতে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, আত্মহত্যার চেষ্টার বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রঃ সমকাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।