ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগরে ফকির আহমদ (৩৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে।
আজ (মঙ্গলবার) সকালে ঐ এলাকার দুইদ্দাখোলা খালে এই ঘটনা ঘটে। তার গলা জবাইকরাসহ পেটের নাড়িভূড়ি বের হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত ফকির আহমদ কাঞ্চননগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ দিঘিরপাড়া এলাকার মোঃ এজাহারের পুত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।