চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলাধীন নাজিরহাট পৌরসভার চুরখাঁহাটে আজ (সোমবার) রাত সৌয়া ৯ টার সময় দু’পক্ষের মধ্যে এক সংঘর্ষে পৌর যুবদলের নেতা আমান উল্লাহ (৩৩) আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ঐ সময় কতিপয় উচ্ছৃঙ্খল যুবক যুবদলের কয়েকজনের উপর হামলা চালায়। এ হামলায় যুবদল নেতা আমান উল্লাহ হামলার শিকার হন। ঐ সময় উচ্ছৃঙ্খল যুবকেরা একটি মোটর সাইকেল আগুন ধরিয়ে দেয়।
আহত আমান উল্লাহকে নাজিরহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর সুয়াবিল ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে মহিউদ্দিন নামে আওয়ামী লীগের এক নেতাকে চাপের মুখে চেয়ারম্যান পদপ্রার্থী থেকে সরে দাঁড়াতে হয়েছে। ধারনা করা হচ্ছে, নির্বাচন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে।
এ ঘটনার জের ধরে সুয়াবিলের বিভিন্ন ওয়ার্ডে এবং চরখাঁহাটে উত্তেজনা বিরাজ করছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।