ফটিকছড়ি উপজেলার দু’টি ইউনিয়নের নির্বাচন আগামী ২০ অক্টোবর। ইতিমধ্যে এ নির্বানে প্রার্থীদের প্রতীক বরাদ্ধের কাজ শেষ হয়েছে। প্রতীক বরাদ্দ দেয়ার পর প্রার্থীরা সোমবার থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন।
নিজ কর্মী- সমর্থকদের নিয়ে প্রার্থীরা বিভিন্ন হাট-বাজারে ঘুরে ভোটারদের কাছে ভোট চেয়ে ও দোয়া কামনা করে যাচ্ছেন।
সুয়াবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন এবং সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ৯ জনসহ ৪৭ জন প্রতিদ্বন্ধিতা করছেন। অপরদিকে নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে (উপ নির্বাচনে) ৭জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।
এছাড়াও জাফতনগর ইউনিয়নে ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সাধারণ সদস্য পদে দুইজন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির।
সুয়াবিলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদিনকে (নৌকা প্রতীক), বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইয়াকুবকে (ধানের শীষ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হায়াতকে (আনারস প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী নুরুল আলমকে (চশমা প্রতীক) দেয়া হয়।
অন্যদিকে, নানুপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শফিউল আজমকে (নৌকা প্রতীক), বিএনপি সমর্থিত প্রার্থী জয়নাল আবেদিনকে (ধানের শীষ প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আমান উল্লাহকে (ঘোড়া প্রতীক), মুহাম্মদ নুরুল হুদাকে (আনারস প্রতিক), মোহাম্মদ নাছির উদ্দিনকে (টেবিল ফ্যান প্রতিক), মুহাম্মদ ছাবের উদ্দিনকে (মোটর সাইকেল প্রতিক) এবং সৈয়দ মঈনুদ্দিনকে (রজনীগন্ধা প্রতীক) বরাদ্দ দেয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর ভোট গ্রহনের ৭২ ঘন্টা আগ পর্যন্ত প্রাার্থীরা নিয়ম অনুযায়ী প্রচার-প্রচারণা করতে পারবেন। যদি কেউ আইন অমান্য করেন তাহলে আইনগত ব্যবস্থা নিবে প্রশাসন । রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন গ্রহনের জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পরেও সবার সহযোগিতা প্রয়োজন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।