উত্তর চট্টগ্রামের ব্যবসা ও বাণিজ্যিক কেন্দ্র ফটিকছড়ি সদর বিবিরহাট বাজারের ত্রি- বার্ষিক নির্বাচন শনিবার( ৭ নভেম্বর) উৎসব মূখর পরিবেশে ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্টিত হয়েছে।
নির্বাচনে মোট ২ হাজার ৪ শত ২২ জন ভোটারের মধ্যে ২ হাজার ২ শত ৪৫ জন ভোট প্রদান করেন। এতে হাজী এস এম সোলায়মান (চেয়ার প্রতীক) ১ হাজার ৯০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ধি ছিলেন আলহাজ্ব ফখরুল আলম (ছাতা প্রতীক) পেয়েছেন ৬ শত ৫৩ ভোট। সাধারণ সম্পাদক পদে পৌরসভার কাউন্সিলর মোঃ বেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।