ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

‘ফিলিস্তিন সংকট মুসলমানদের হৃদয়ের গভীরে গাঁথা’: পুতিন।

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিন সংকট বিশ্বের সমস্ত মুসলমানের হৃদয়ের গভীরে গাঁথা রয়েছে। মুসলমানদের এই অনুভূতিকে উপেক্ষা করা যায় না।

গতকাল (বুধবার) রাজধানী মস্কোয় ‘রাশিয়ান এনার্জি উইক ফোরাম’ এর বৈঠকে পুতিন একথা বলেন। এর একদিন আগে তিনি ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির সঙ্গে ফোনে কথা বলেন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্য যেকোনো জায়গার মুসলমানরা অনুভব করেন যে, ফিলিস্তিনিরা বছরের পর বছর ধরে যা সহ্য করেছে তা অবিশ্বাস্য রকমের চরম অবিচার। তিনি আরো বলেন, ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলেও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র কখনো গঠন করা হয়নি। অথচ এটি জরুরি ছিল। এই ফিলিস্তিন সংকট এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে গেঁথে গেছে এবং ইসলাম চর্চা করা প্রতিটি মুসলমান একইভাবে তা অনুভব করে।

গত শনিবার হামাস ও ফিলিস্তিনের অন্য কয়েকটি সংগঠন ইসরাইলের ভেতরে অভিযান শুরু করে। হামাসের অভিযানে এ পর্যন্ত ১২০০’র বেশি ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনাকারী নিহত ও ৩২০০ আহত হয়েছে। অন্যদিকে, ইসরাইলের বিমান হামলায় ১১০০ ফিলিস্তিনি শহীদ এবং ৫০০০ আহত হয়েছে। এ অবস্থার মধ্যে ইসরাইলের সমর্থনে আমেরিকা পূর্ব ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে। এরপর রুশ প্রেসিডেন্ট এসব কথা বললেন। তিনি এর আগে ফিলিস্তিন-ইসরাইল সংকটের আজকের অবস্থার জন্য মার্কিন নীতির ব্যর্থতাকে দায়ী করেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১২

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।