আওয়ামী লীগ নেতার সাথে অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ায় এবার গাড়ি চাপায় হত্যাচেষ্টার অভিযোগ করেছেন ফেনীর আলোচিত সেই ছাত্রলীগ নেত্রী সাদিয়া সুলতানা রাত্রি।
শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে গাড়ি চাপায় হত্যার চেষ্টা করা হয় বলে তিনি নিজেই ফেসবুক স্ট্যাটাসে জানান। তবে এই ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করেননি তিনি।
ফেসবুক ওয়ালে রাত্রি উল্লেখ করেন, ‘মিথ্যা অপবাদ দিয়ে এডিট করা ছবি দিয়ে যখন আমাকে দমানো যায়নি, আমি যখন তাদের অন্যায় আবদারের সাথে আপোষ করিনি এবং আমি যখন আইনের আশ্রয় নিচ্ছি, ঠিক তখনই আমাকে খুনের চেষ্টা করা হয়। রাস্তায় আমাকে গাড়ি চাপা দেয়া হয়। তদন্তের স্বার্থে আমি এখন বিস্তারিত বলতে পারছি না। তবে খুব শিগগিরই সবকিছু সামনে আসবে। আমি আসব। সসম্মানে আসব ইনশাআল্লাহ।’
তিনি আরো লেখেন, ‘আমার অপরাধ আমি একটা মেয়ে। আর একটা মেয়েকে জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয় কেন নেতৃত্বে নিয়ে এলেন। আমি এই মাঠ ছেড়ে যাব না। মৃত্যুর আগ পর্যন্ত আমি ওই সব অপশক্তির বিরুদ্ধে লড়াই করে যাব ইনশাআল্লাহ।’
এ বিষয়ে জানতে চাইলে রাত্রি বলেন, ‘একটি চক্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় আমার ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ বিষয়ে কিছু দিন আগে সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেছি। মামলার জেরে পরদিন ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের স্টার লাইন টার্মিনাল সম্মুখস্থ স্থানে টমটমে করে শহরে প্রবেশের পথে আমায় ফেলে চালক গাড়িচাপা দিয়ে চলে যায়। ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় আছি।’
গত মাসে ফেসবুকে জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আবু সুফিয়ানের সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়ে গণমাধ্যমে আলোচিত-সমালোচিত হন ছাত্রলীগ নেত্রী রাত্রী। এর আগে গত বছরের আগস্ট মাসে ঘুমের বডি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে স্টোমাক ওয়াশ করা হয়। বারবার আলোচনা-সমালোচনায় আসা রাত্রী গত কিছু দিন ধরে দলীয় রাজনীতি থেকে আড়ালে রয়েছেন।