ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃ‌তিঃ আরব বিশ্ব‌কে পণ্য বয়কট না করার আহবান।

আন্তর্জা‌তিক ডেস্ক।
অক্টোবর ২৬, ২০২০ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্র‌তি ফ্রা‌ন্সে স্যামুয়েল প্যাটি না‌মে এক শিক্ষ‌কের শ্রেণীক‌ক্ষে শিক্ষার্থী‌দের সাম‌নে মহানবী (সাঃ)~এর কার্টুন প্রদর্শন ক‌রে নবী‌কে অবমাননা, তার জে‌রে ঐ শিক্ষক‌কে ফ্রা‌ন্সের রাস্তায় গলা কে‌টে হত্যা, ফ্রা‌ন্সের প্রে‌সি‌ডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম নি‌য়ে কটু‌ক্তি উপরন্তু তাঁর মহানবী‌কে ব্যঙ্গ করা কার্টুন না সরাবার সিদ্ধান্ত, প্যা‌রি‌সের বা‌হি‌রে এত‌টি মস‌জিদ ছয় মা‌সের জন্য বন্ধ ক‌রে দেয়া ইত্যা‌দি একের পর এক বিষয়গু‌লো ‌গোটা মুস‌লিম বি‌শ্বের ক্রো‌ধের আগু‌নে ‘ঘি’ ঢাল‌তে শুরু ক‌রে।

যার ফলশ্রু‌তি‌তে আরব দেশগু‌লো প্র‌তিবাদ স্বরূপ সকল ফরাসী পণ্য বয়ক‌টের সিদ্ধান্ত নেয় এবং ইতিম‌ধ্যে অনেক দেশ তা‌দের শ‌পিং মল, ডিপার্ট‌মেন্টাল স্টোর থে‌কে সব ধর‌নের ফরাসী পণ্য সরা‌তে শুরু ক‌রে এবং অদ্যব‌ধি তা চলমান। এতে বিপা‌কে প‌ড়ে ফ্রা‌ন্সের ব্যবসায়ীরা।

চলমান ঘটনার পর গতকালই পণ্য বয়কট নি‌য়ে মুখ খুল‌লো ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল রোববার এক বিবৃতিতে ফরাসি পণ্য বয়কট করা থেকে বিরত থাকার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানা‌নো হয়।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় ফরাসি পণ্য, বিশেষ করে ফরাসি খাদ্যপণ্য বয়কটের ডাক উঠেছে। এ ছাড়া হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের জন্য ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান জানানো হচ্ছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বয়কটের জন্য এসব আহ্বান ভিত্তিহীন এবং অবিলম্বে এসব বন্ধ করা উচিত। পাশাপাশি আমাদের দেশের ওপর সব ধরনের হামলা, যেগুলো উগ্রবাদীদের মাধ্যমে সংঘটিত হচ্ছে, সেগুলোও বন্ধ করা উচিত।

এদিকে, ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকটি আরব বাণিজ্য সমিতি ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে।

চলতি মাসের শুরুতে ম্যাক্রোঁ ‘ইসলামপন্থি বিচ্ছিন্নতাবাদ’ বিরোধী লড়াইয়ের নামে ইসলাম নিয়ে কটূক্তি করার জেরে গোটা আরবজুড়েই ফরাসি পণ্য বর্জনের হিড়িক পড়েছে।

ম্যাক্রোঁ বিশ্বব্যাপী ইসলামকে একটি ‘সংকটের’ ধর্ম হিসেবে বর্ণনা করেছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন ম্যাক্রোঁ। বিশ্বনবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গ্রুপ থেকে আরব দেশ এবং তুরস্কের সুপারমার্কেট থেকে ফরাসি পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়েছে।

কুয়েতে আল-নাইম সমবায় সমিতির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সদস্যরা ফরাসি সব পণ্য বর্জন করার এবং সেগুলো সুপারমার্কেট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দাহিয়াত আল-থুহর সমিতি একই পদক্ষেপ নিয়েছে এবং বলেছে, ‘ম্যাক্রোঁর অবস্থান এবং আমাদের প্রিয় নবীর (সা.) বিরুদ্ধে আপত্তিকর কার্টুনের পক্ষে তাঁর সমর্থনের ভিত্তিতে, আমরা ফরাসি সব পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

কাতারে ওয়াজবাহ ডেইরি সংস্থা ফরাসি পণ্য বর্জনের ঘোষণা করেছে এবং বিকল্প সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। কাতারের যৌথ স্টক সংস্থা আল মিরা কনজিউমার গুডস সংস্থা টুইটারে ঘোষণা করেছে, ‘আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের তাক থেকে তৎক্ষণাৎ ফরাসি পণ্য প্রত্যাহার করে নিয়েছি।’

কাতার বিশ্ববিদ্যালয়ও এই প্রচারে অংশ নিয়েছে। টুইটারে এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় বলেছে, ‘ইসলামী বিশ্বাস, পবিত্রতা এবং প্রতীকগুলোর বিরুদ্ধে যেকোনো কুসংস্কার সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য, কারণ এই অপরাধ সর্বজনীন মানবিক মূল্যবোধ এবং উচ্চতর নৈতিক নীতিকে ক্ষতি করে।’

উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) ম্যাক্রোঁর বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন হিসেবে বর্ণনা করেছে এবং বলেছে, তাদের লক্ষ্য মানুষের মধ্যে ঘৃণার সংস্কৃতি ছড়িয়ে দেওয়া।

আন্তর্জা‌তিক রাজ‌নৈ‌তিক বি‌শ্লেষক ও বি‌শিষ্ট কলা‌মিস্ট ডে‌ভিড টাই‌সি ব‌লেন, “ধর্ম নির‌পেক্ষতা এক‌টি গনতা‌ন্ত্রিক দে‌শের জন্য মঙ্গ‌লের। ত‌বে কোন ধর্ম‌কে ছোট ক‌রে নয়। সাম্প্র‌তিক সম‌য়ে ইসলাম এবং ইসলা‌মের শেষ নবী‌কে নি‌য়ে ফ্রা‌ন্সের রাষ্ট্রপ‌তির বিবৃ‌তি দুঃখজনক। এসব সে‌ন্টিমেন্ট ফ্রা‌ন্সের সা‌থে আরব বি‌শ্বের ভূ-রাজনী‌তি‌তে নেতীবাচক প্রভাব ফেল‌বে। ক্ষ‌তিগ্রস্থ হ‌বে ফ্রা‌ন্সের ব্যবসায়ীরা। হত্যার বিচার হওয়া ‌যেমন প্র‌য়োজন তেম‌নি ইসলাম ধর্ম নি‌য়ে একজন রাষ্ট্রপ্রধানের এমন বক্তব্য মো‌টেও শোভনীয় নয়।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।