বগুড়ায় চলছে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। এই গ্রামীণ মেলাকে কেউ বলে মাছের মেলা, কেউ বা আবার জামাই মেলা।
মেলায় এবারের মূল আকর্ষণ ১৪ কেজি ওজনের মিষ্টি আর ৪০ কেজির মাছ। দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ এই মেলায় ভিড় করেছে।
বগুড়ার গাবতলী উপজেলার ইছামতি নদী সংলগ্ন মাঠে প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার ঐতিহ্যবাহী এই মেলার আয়োজন হয়।
এই প্রাচীন মেলাটি মাছের মেলা নামে পরিচিত। মেলায় এবার সবচেয়ে বড় ব্ল্যাককার্প মাছটির ওজন ছিল ৪০ কেজি।
এছাড়া ১০ থেকে ২০ কেজি ওজনের রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে মেলায়।
নানা বয়সী মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ উৎসব মুখর। দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেছে এই মেলায়। অনেকে কেনেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।
ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এই মেলার আয়োজন হয় বলে জানালেন মাছের মেলার সাধারণ সম্পাদক শংকর কুমার রায়।
সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানালেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার। রাতেই শেষ হবে এই মেলা।