বরিশালের বানারীপাড়া উপজেলার শের-ই-বাংলার স্মৃতি বিজরিত চাখার ইউনিয়নের চাখার ১০ শয্যা বিশিষ্ট জরাজীর্ণ হাসপাতালের জন্য ৩টি নতুন ভবনের বরাদ্ধ করিয়েছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম এমপি। যার ব্যয় প্রাথমিকভাবে ৯ কোটি টাকা মূল্যায়ন করা হয়েছে। ভবন ৩টি নির্মাণের প্রাম্ভই সংশিষ্ট দপ্তরের কর্মকর্তারা ২৩ সেপ্টেম্বর সকালে চাখারে এসে সয়েল টেষ্ট করে গেছেন। উল্লেখ্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নৌকার টিকিট পেয়ে তার নির্বাচনী প্রচারনার ইউনিয়ন ভিত্তিক সভায় চাখারে বসে ওয়াদা করেছিলেন ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরাজীর্ণ ভবন অপসারণ করে সেখানে নতুন করে অত্যাধুনিক ভবন নির্মাণ করে দিবেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম এমপি তার সেই ওয়াদা বাস্তবে রূপান্তর করায় চাখার বাসীর দীর্ঘ প্রায় ২ যুগের চাওয়া পূর্ণ হতে যাচ্ছে। সয়েল টেষ্ট করে যাওয়ার পরে চাখারের মানুষের মধ্যে এক প্রকার আনন্দ উৎভাসিত হচ্ছে। এ বিষয়ে কথা হয় চাখার ইউনিয়নের অনেক স্থানীয়দের সাথে তারা বলেন, মা মাটির সন্তান মো. শাহে আলম এমপি কথা দিয়ে কথা রেখেছেন। তার সময়ে চাখারে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তার প্রচেষ্টায় চাখার সরকারি ফজলুল হক কলেজে ৬ তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণ হচ্ছে। চাখার ইউনিয়নকে শহুরের ন্যায় রুপদান দিতে রাস্তার পাশে স্থাপন করা হয়েছে স্ট্রীট লাইট। ঢেলে সাজানো হয়েছে গ্রামীণ সব অবকাঠামো। এছাড়াও নির্বাচনের সময় করা তার সব ওয়াদাই বাস্তব রূপে পর্যবেশিত করার দৃঢ় সংকল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।