ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে নেওয়া ধারের ২০ কোটি ডলারের ৫ কোটি ডলার পরিশোধ করলো শ্রীলঙ্কা।

অর্থনীতি ডেস্ক
আগস্ট ২১, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ থেকে নেওয়া ২০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তি পরিশোধ করেছে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা। গত ১৭ আগস্ট প্রথম কিস্তির ৫ কোটি ডলার রিজার্ভে যোগ হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

মেজবাউল হক জানান, এই অর্থ যোগ হওয়ায় রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। আগামী ৩০ আগস্ট আরও একটি কিস্তি পরিশোধের কথা আছে শ্রীলঙ্কার।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, ধারের পুরো অর্থ এ বছরই শোধ করবে শ্রীলঙ্কা।

২০২১ সালের সেপ্টেম্বরে কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। এক বছর মেয়াদি এ ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে দু’দফা বাড়ান হয় ঋণের মেয়াদ। সবশেষ ৬ মাস বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত ঋণ পরিশোধে সময় দেয়া হয় দেশটিকে।

ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের। শ্রীলঙ্কা নিয়মিত সে সুদ নিয়মিত পরিশোধ করছে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।