ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একদিন বন্ধের পর আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে গত ৩১ আগস্ট (সোমবার) ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তাকে সম্মান জানিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) একদিনের জন্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের বাংলাবান্ধা ও এর বিপরীতে ভারতের ফুলবাড়ী স্থলবন্দর কর্তৃপক্ষ।
পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, বাংলাবান্ধা-ফুলবাড়ীর স্থলবন্দরে ২০১১ সালের ২২ জানুয়ারী ইন্দো-বাংলা আন্তর্জাতিক বাণিজ্যের দ্বার উন্মোচন করে ইমিগ্রেশন চালুর ঘোষণা দিয়েছিলেন ভারতের সেই সময়ের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। তাই তার মৃত্যুতে একদিনের জন্য বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। বুধবার সকাল থেকে ভারত পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।