ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু।

তোয়াবুর রহমান, পঞ্চগড় জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২০ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একদিন বন্ধের পর আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট (সোমবার) ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তাকে সম্মান জানিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) একদিনের জন্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের বাংলাবান্ধা ও এর বিপরীতে ভারতের ফুলবাড়ী স্থলবন্দর কর্তৃপক্ষ।
পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, বাংলাবান্ধা-ফুলবাড়ীর স্থলবন্দরে ২০১১ সালের ২২ জানুয়ারী ইন্দো-বাংলা আন্তর্জাতিক বাণিজ্যের দ্বার উন্মোচন করে ইমিগ্রেশন চালুর ঘোষণা দিয়েছিলেন ভারতের সেই সময়ের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। তাই তার মৃত্যুতে একদিনের জন্য বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। বুধবার সকাল থেকে ভারত পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।