ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বাইডেনের ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্যে বিব্রত হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের বড় একটি অংশই শিশু। জাতিসংঘসহ পুরো বিশ্বের মানবতাবাদী সব মহল ইসরায়েলের এই শিশু হত্যাকে চরম বর্বরতা বলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের এই বর্বরতা আড়াল করতে নানা বক্তব্যে ‘হামাস ইসরায়েলি শিশুদের শিরচ্ছেদ করেছে বলছেন। অথচ হোয়াট হাউজের কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হাতে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। কেবল একটি ইসরায়েলি সংবাদমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলেও এর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা হয়নি।

তাই যাচাইহীন তথ্যের ভিত্তিতে শিশু হত্যার মতো একটি স্পর্শকাতর বিষয়ে প্রেসিডেন্টকে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলেছিলেন হোয়াইট হাউজের কর্মকর্তারা। কিন্তু বাইডেন তাদের কথা শোনেননি, এমনটাই দাবি করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা জানায়, ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক খবরে বলা হচ্ছে, হামাস যে শিশুদের শিরñেদ করেছে এমন যাচাইহীন কথা বাইডেন বলে যাচ্ছেন, অথচ তাকে এই মন্তব্য করার আগে সীমাজ্ঞান প্রয়োগের পরামর্শ দিয়েছিলেন হোয়াইট হাউজে বাইডেনের উপদেষ্টারা। তবু মার্কিন প্রেসিডেন্ট এই কথা বলেই যাচ্ছেন।

এমন পরিস্থিতিতে বিবৃতি দিয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি সংবাদমাধ্যমে শিশুদের শিরñেদের যে তথ্য উঠে এসেছে, তা তাদের পক্ষে বা অন্য কোনো নিরপেক্ষ উৎস থেকে যাচাই করা হয়নি। সুতরাং এটা সত্য বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই।

এদিকে, বাইডেনের বিতর্কিত বক্তব্য ও তার বিপরীতে হোয়াইট হাউজের বিবৃতিকে নজিরবিহীন বৈপরীত্য হিসেবে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আল জাজিরা বলছে, শিশু হত্যা ইস্যুতে বাইডেন দ্বিধাদ্বন্দ্বে আছেন বলে মনে হচ্ছে। এমনকি, তিনি গাজায় আসলেই এত শিশু নিহত হয়েছে কি না, তা নিয়েও সন্দেহ করেন। তার মতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গাজায় নিহত শিশুদের সংখ্যা বাড়িয়ে বলছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এরপর থেকে গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু। এই সংঘাতে শুরু থেকেই ইসরায়েলকে অস্ত্র-গোলাবারুদ ও অর্থ দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। সূত্র: আল জাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।