এবার প্রকাশ্যে প্যান্ট খুলে একটি মেয়েকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে৷
চট্টগ্রামের সদর ঘাট থানার ২৯ নংওয়ার্ডের বাবুল নামের এক যুবক প্যান্ট খুলে একটা মেয়েকে যৌন হয়রানি করেছে৷ ঘটনার সময় ঐ যুবকের মা ও তার বড় ভাইর বউ উপস্থিত ছিলেন ।
জানা গেছে, এরা হলো পশ্চিম মাদার বাড়ির, টং ফকির মাজার লাইনের সবচাইতে লেংটা পরিবার ৷ ঘটনাস্থলে উপস্থিতকয়েকজন ব্যক্তি জানিয়েছেন, একটি মেয়েকে দেখে বাবলু নামের একটি ছেলে প্রকাশ্যে তার প্যান্ট খুলে ফেলে এবং লেংটাঅবস্থায় মেয়েটির দিকে এগিয়ে যেতে থাকে৷
কারণ যা হোক না কেন এভাবে জন সম্মুখে একজন যুবক নিজেকে উলঙ্গ করে অন্য একটা তরুণীকে দেখাবে তা কতটা খারাপহলে সম্ভব একবার ভাবুন। ছবিতে দেখা যায় ডানে বামে পিছনে আরো কিছু মহিলা চেয়ে আছেন।
বর্তমানে এই সমস্ত ছেলেদের জন্য মা–বোনের ইজ্জত আজ হুমকির মুখে৷
এদিকে প্রকাশ্যে লেংটা হওয়ার ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ এই নিয়ে অনেকে লেখালেখি করছে গ্রুপ, পেজ এবং নিজেদের প্রোফাইলে ৷
অনেকে লেখা লেখি করছেন, এরকম কর্মকাণ্ডের জন্য বাবলুর কঠিন শাস্তি হওয়া দরকার৷
মানব সভ্যতা হয়ে যাচ্ছে পশুর মত,এর চরম অবক্ষয়ের দায় নোংরা সমাজব্যবস্থা, নোংরা রাজনীতি, নোংরা পরিবার ব্যবস্থা,সবচেয়ে বড় সমস্যা পরিবার বাবা মা!
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত ছেলেটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক৷
শেষ খবর পাওয়া গেছে বখাটে বাবুলকে পুলিশ গ্রেফতার করেছে।