ঢাকামঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার জজ মনোনীত।

অনলাইন ডেস্ক।
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার জজ হিসেবে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করা হয়েছে।

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়েছে, আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান অনিবার্যকারণবশতঃ দৈনিক চেম্বার জজের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদী নিস্পত্তির জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে দৈনিক চেম্বার জজ হিসেবে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী চেম্বার কোর্টের চলমান সিডিউল অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে সপ্তাহের প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বলে ২টা ৩০ মিনিট হতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।