ইরানের সেনাবাহিনী দেশটির ইস্পাহান প্রদেশে স্থল বাহিনীর সব ইউনিট নিয়ে দুই দিনের বিশাল মহড়া শুরু করেছে। নিজেদের যুদ্ধ ক্ষমতা মূল্যায়ন এবং নতুন অস্ত্র পরীক্ষা করার লক্ষ্যেই এই মহড়া চালাচ্ছে তেহরান।
ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহসহ একাধিক সিনিয়র সামরিক কমান্ডারদের উপস্থিতিতে শুক্রবার ইস্পাহানের নাসরাবাদ অঞ্চলে এই মহড়া শুরু হয়। খবর ইরনা ও টাইমস অব ইসরাইলের।
একজন সামরিক মুখপাত্র জানিয়েছেন, এ মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে পদাতিক, সাঁজোয়া, ক্ষেপণাস্ত্র, আর্টিলারি, বিমান চালনা, ড্রোন, ইলেকট্রনিক, আধুনিক এবং সাইবার যুদ্ধ ইউনিটও রয়েছে।
তিনি বলেছেন, নতুন সাংগঠনিক কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে চারটি মূল বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, অর্থাৎ গতি, নির্ভুলতা, বুদ্ধিমত্তা, সামরিক সরঞ্জাম স্বয়ংক্রিয় এবং নেটওয়ার্ক সক্ষমতার ওপর জোর দেয়া হয়েছে এ মহড়ায়।
দেশটির বিমানবাহিনীর কমান্ডার ইউসেফ ঘোরবানি জানান, সেনাবাহিনীর পাশাপাশি সামরিক হেলিকপ্টারও এ মহড়ায় অংশগ্রহণ করছে।