ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথ পৌরসভায় গ্রাম অন্তর্ভুক্তির দাবী।

‌মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ, সি‌লেট থে‌কে।
অক্টোবর ২৭, ২০২০ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের বিশ্বনাথ উপজেলাকে পৌর সভায় উন্নীত করা হয়েছে।

তাই উপজেলা সদর থেকে ৫-৭ কিলোমিটার দুরের গ্রামগুলো বিশ্বনাথ পৌরসভায় অন্তর্ভুক্তি করলেও উপজেলা সদর থেকে মাত্র ৩-৪ কিলোমিটার দুরের গ্রামগুলোকে পৌরসভায় অন্তর্ভুক্তি করা হয়নি।

এ নিয়ে অত্র এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ও পৌরসভায় অন্তর্ভুক্তি না হওয়া পর্যন্ত উক্ত গ্রামের জনসাধারণ আন্দোলন করে দাবী আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এ নিয়ে নবগঠিত বিশ্বনাথ পৌরসভায় অন্তর্ভুক্তির দাবী জানিয়ে দেওকলস ইউনিয়নের সৈয়দপুর, সদুরগাঁও গ্রামবাসী বিশ্বনাথ পৌর প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন।আবেদনে উল্লেখ করেছেন, বিশ্বনাথ পৌরসভায় সৈয়দপুর ও সদুর গাঁও গ্রামগুলিকে অন্তর্ভুক্তি করা তাদের ন্যায্য অধিকার।অধিকার হিসাবে তাদের চুডান্ত তালিকায় সৈয়দপুর সদুরগাঁওকে অন্তর্ভুক্তি করতে সরকার ও প্রশাসকের প্রতি জোর দাবী জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।