সিলেটের বিশ্বনাথ উপজেলাকে পৌর সভায় উন্নীত করা হয়েছে।
তাই উপজেলা সদর থেকে ৫-৭ কিলোমিটার দুরের গ্রামগুলো বিশ্বনাথ পৌরসভায় অন্তর্ভুক্তি করলেও উপজেলা সদর থেকে মাত্র ৩-৪ কিলোমিটার দুরের গ্রামগুলোকে পৌরসভায় অন্তর্ভুক্তি করা হয়নি।
এ নিয়ে অত্র এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ও পৌরসভায় অন্তর্ভুক্তি না হওয়া পর্যন্ত উক্ত গ্রামের জনসাধারণ আন্দোলন করে দাবী আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এ নিয়ে নবগঠিত বিশ্বনাথ পৌরসভায় অন্তর্ভুক্তির দাবী জানিয়ে দেওকলস ইউনিয়নের সৈয়দপুর, সদুরগাঁও গ্রামবাসী বিশ্বনাথ পৌর প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন।আবেদনে উল্লেখ করেছেন, বিশ্বনাথ পৌরসভায় সৈয়দপুর ও সদুর গাঁও গ্রামগুলিকে অন্তর্ভুক্তি করা তাদের ন্যায্য অধিকার।অধিকার হিসাবে তাদের চুডান্ত তালিকায় সৈয়দপুর সদুরগাঁওকে অন্তর্ভুক্তি করতে সরকার ও প্রশাসকের প্রতি জোর দাবী জানান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।