ঢাকারবিবার , ২১ আগস্ট ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববাজারে আকরিক লোহার দাম নিম্নমুখী

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২২ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম কমেছে। চীনের অর্থনীতি ধীর হয়েছে। এতে দেশটিতে ইস্পাত (স্টিল) তৈরির উপাদানের চাহিদা হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে শক্ত ধাতুটির দরপতন হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে আকরিক লোহার জানুয়ারির সরবরাহ মূল্য ২ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতি টন বিক্রি হয়েছে ৬৭২ ইউয়ান বা ৯৮ ডলার ৬৮ সেন্টে। গত ২৭ জুলাইয়ের পর যা সর্বনিম্ন।

সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার আগামী অক্টোবরের সরবরাহ মূল্য ১ দশমিক ৩ শতাংশ পড়েছে। প্রতি টন বিক্রি হয়েছে ১০০ ডলার ৪০ সেন্টে।

বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীন। তীব্র তাপপ্রবাহের মুখে দেশটির বিভিন্ন প্রদেশে লোডশেডিং চলছে। এতে সেখানে অনেক ইস্পাত কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে আকরিক লোহার চাহিদায় ভাটা পড়েছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, চীনে এ চাহিদা অন্তত এক সপ্তাহ কম থাকবে। কারণ, দেশটিতে এ মুহূর্তে ইস্পাত উৎপাদন সীমিত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।