জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মহান মুক্তিযুদ্ধে বি এল এফ ইস্টার্ন জোনের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক সফল মন্ত্রী জননেতা মরহুম এম এ মান্নান এর ১১তম মৃত্যু বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
কর্মসূচির মধ্যে প্রথমে নগরীর দামপাড়া মরহুমের পারিবারিক কবরস্থান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম ও নাসির উদ্দিনের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দামপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদের সম্মানিত খতিব এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে দামপাড়া বালক বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে প্রতিবছরের ন্যায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক মেয়র আলহাজ্ব আজম ও নাসির উদ্দিন নঈম উদ্দিন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।
এম এ রশিদ বাঘ মনিরাম ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও যুবলীগ মহানগর স্বেচ্ছাসেবক লীগের।
যুগ্ন-আহবায়ক কেবিএম শাহজাহানের নেতৃত্বে শ্রমিক লীগ ছাত্রলীগ সহ ওয়ার্ড থানা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।