ঢাকাসোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বৃটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৫, ২০২২ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আরও একজন নারী প্রধানমন্ত্রী পাচ্ছে বৃটেন। ১০ ডাউনিং স্ট্রিটের দায়িত্বে আসছেন বহুল আলোচিত পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। ভারতীয় বংশোদ্ভূত শক্ত প্রতিদ্বন্দ্বী সাবেক চ্যান্সেলর ঋষি সুনাককে হারিয়ে ক্ষমতাসীন দল কনজার্ভেটিভের নেত্রী নির্বাচিত হয়েছেন তিনি। আজ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডি।

এর ফলে আগামীকাল মঙ্গলবার তিনি ও বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন স্কটল্যান্ডের বালমোরালে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে রানীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পেশ করবেন বরিস জনসন। তারপরই শুরু হবে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া।

নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন দলের প্রধানকেই রানী প্রধানমন্ত্রী নিয়োগ করে থাকেন। সেই হিসেবে বরিস জনসনের সঙ্গে যাওয়া লিজ ট্রাসকেই তিনি নিয়োগ করবেন- এমনটাই বলা হয়েছে মিডিয়ার খবরে। এ হিসেবে আগামীকাল মঙ্গলবারই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন। ওদিকে দলীয় চেয়ারম্যান গ্রাহাম ব্রাডি ঘোষণা দেয়ার পর পরাজয় স্বীকার করে নিয়েছেন ঋষি সুনাক। তিনি এক টুইটে বলেছেন, কনজার্ভেটিভ পার্টি হলো ‘একটি পরিবার’।নতুন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।