যশোর বেনাপোলে এক কেজি গাজা সহ জিয়াউর রহমান ( ৩৬) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে । শনিবার রাতে পোর্ট থানার নামাজ গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত ব্যাক্তি থানার নামাজ গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে। মাদক ব্যবসায়ী জিয়া জানায় এই গাজার চালানটি পৌরসভার বড় আঁচড়া গ্রামের সোহেল হোসেনের। সে ৩ শত টাকা চুক্তিতে বেনাপোল বাজারে পৌছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। এসময় তাকে পুলিশ আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জিয়া নামের এক মাদক ব্যবসায়ী গাঁজার একটি চালান নিয়ে নামাজ গ্রাম বেনাপোল বাজারের দিকে যাবে।
এমন সংবাদে তার নেতৃত্বে এসআই মাসুম বিল্লাহ ও এএসআই মাসুম পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করেন ।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।
