ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ব্যর্থতা নিয়ে পদত্যাগ করছেন ইসরাইলি সামরিক গোয়েন্দাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ইসরাইলি সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান আহারন হ্যালিভা পদত্যাগ করতে যাচ্ছেন। হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ শেষ হওয়া মাত্র তিনি সরে যাবেন বলে জানিয়েছেন। ৭ অক্টোবর ইসরাইলে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলা বন্ধ করতে ব্যর্থতার দায় নিয়ে তিনি বিদায় নিচ্ছেন বলে জানিয়েছেন।

তিনি তার সহকর্মীদের বলেন, ‘ওই দিন সকালেই আমি বুঝতে পেরেছিলাম যে এটা [চাকরি] শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হলে আমাকে বিদায় নিতে হবে।’

তিনি জানান, ইসরাইল আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিক কিংবা স্থায়ী যুদ্ধবিরতি হলে কিংবা ইসরাইল কেবল বিচ্ছিন্ন হামলা চালানোর সিদ্ধান্ত নেয়ামাত্র তিনি সরে যাবেন।

ইসরাইলি গোয়েন্দা বিভাগ ইতোমধ্যেই হ্যাভিলাকে ‘অক্ষম লোক’ হিসেবে বিবেচনা করছে। তার উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে।

হামাসের ৭ অক্টোবরের অভিযানের পর করণীয় নিয়ে ইসরাইলের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে যে টেলিফোন বৈঠক হয়, অজ্ঞাত কারণে হ্যাভিলাকে তাতে রাখা হয়নি। অথচ বিষয়টি তার এখতিয়ারের মধ্যেই ছিল। তাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ রাখায় বাহিনীতে তার অবস্থান নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এমন এক প্রেক্ষাপটেই তিনি সরে যাচ্ছেন।

সূত্র : জেরুসালেম পোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।