ঢাকাশনিবার , ২৭ জানুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটেনে পরমাণু বোমা মোতায়েনের করতে যাচ্ছে আমেরিকা।

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

আমেরিকা আবারো ব্রিটেনে পরমাণু বোমা মোতায়েনের পরিকল্পনা করছে। গত ১৫ বছরের মধ্যে এই প্রথম আমেরিকা এমন পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এ খবর দিয়েছে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যখন রাশিয়া এবং ন্যাটো জোটের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তখন এই খবর প্রকাশ পেলো। রাশিয়ার সাথে যুদ্ধের জন্য পশ্চিমা কোনো কোনো রাজনৈতিক নেতা ন্যাটো জোটকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদপত্রটি সাফোকের ল্যাকেনহেথের রয়্যাল এয়ারফোর্স স্টেশনে একটি নতুন স্থাপনার জন্য সম্পাদিত ক্রয় চুক্তির উল্লেখ করেছে, যা ঘাঁটিতে পরমাণু অস্ত্র আনার বিষয়ে ওয়াশিংটনের পরিকল্পনার ইঙ্গিত বহন করে। টেলিগ্রাফ জানিয়েছে, রয়াল এয়ারফোর্স ল্যাকেনহেথে বি৬১-১২ বোমা রাখবে বলে ধারণা করা হচ্ছে যা ১৯৪৫ সালে হিরোশিমায় ফেলা বোমাগুলোর চেয়ে তিনগুণ বেশি শক্তিশাল।

আমেরিকা গত বছর ব্রিটিশ ওই ঘাঁটিতে পরমাণু বোমা বহনে সক্ষম এফ-৩৫ যুদ্ধবিমান পাঠিয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তখন বলেছিলেন, মার্কিন পরমাণু ওয়ারহেড ব্রিটেনে ফেরত আনা হলে মস্কোও পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে।#

পার্সটুডে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।