ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ভবানীগঞ্জ বাজারে ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে আধুনিক মানের হাটঃ মেয়র মালেক।

লিয়াকত, রাজশাহী ব্যুরো।
অক্টোবর ২২, ২০২০ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক মানের হাট সেড। এর ফলে সুন্দর পরিবেশে পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবে ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকাল ১০ টায় ভবানীগঞ্জ বাজারের ব্রিজ ঘাট সংলগ্ন স্থানে আধুনিক মানের হাট সেডের টপ ঢালাই কাজের উদ্বোধন করেন মেয়র আব্দুল মালেক মন্ডল।

দীর্ঘদিন থেকে জলাবদ্ধতার পাশাপাশি যাতায়াতের সমস্যা ছিল ভবানীগঞ্জের মাছ, মাংস সহ কাঁচা বাজারে। ক্রেতা-বিক্রেতাদের সমস্যা লাঘবে ভবানীগঞ্জ পৌরসভার মেয়র একটি আধুনিক সেড নির্মানের পরিকল্পনা গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিঞা, কাউন্সিলর হাচেন আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, এমপি এনামুল হকের প্রেস সচিব, প্রভাষক জিল্লুর রহমান, মেসার্স মাজেদ এন্টারপ্রাইজের প্রোপাইটর মাজেদুর রহমান, উক্ত কাজের ঠিকাদার আশরাফুল ইসলাম প্রমুখ।

এদিকে আধুনিক এই হাট সেডের ঢালাই কাজ শেষ হলে উপকৃত হবেন ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী, ক্রেতা সহ হাটে আসা লোকজন। বর্তমানে গাদাগাদি করে মাছ, মাংস সহ কাঁচা বাজারে জিনিসপত্র বিক্রয় করতে হয় ব্যবসায়ীদের। আধুনিক এই সেডের কাজ শেষ হলে ক্রেতা-বিক্রেতাদের অনেক সমস্যার সমাধান হবে বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।