ভারতে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সতর্কতা হিসেবে ভারত থেকে ফেরা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বন্ধ করে দেওয়া হয় সব ফ্লাইট। এমনকি, অস্ট্রেলিয়ার নাগরিকেরাও যদি ভারত থেকে নিজ দেশে ফিরে আসেন, তাহলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই সিদ্ধান্তের পর থেকেই করোনার এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের সহযোগিতা না করার জন্য সমালোচনার মুখে পড়তে থাকেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। মূলত জেল-জরিমানার কথা উঠতেই নাগরিকদের মধ্যে ক্ষোভ আরও বৃদ্ধি পায়। তাই অস্ট্রেলিয়া সরকার বর্তমানে সে পথে হাঁটবে না বলেই ধরে নেওয়া হচ্ছে।
নানা সমালোচনার পর এবার সিদ্ধান্ত পাল্টে ভারতে আটকে থাকা নিজ দেশের নাগরিকদের জন্য তিনটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে অস্ট্রেলিয়া। ভারতে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা ৯০০ জন অসি নাগরিক চলতি মাসের মাঝমাঝি সময়ে এসব ফ্লাইটে ফিরতে পারবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন স্থানীয় সময় আজ শুক্রবার এই পরিকল্পনার ব্যাপারে জানিয়েছেন।
