করােনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র। অথচ, সেখানেই অনেকে এখনাে ভ্যাকসিন নিতে অনীহা প্রকাশ করেছেন। আর তাই যাতে প্রত্যেকেই কোভিড-১৯ ভ্যাকসিন নিতে আগ্রহী হন, তার জন্য অভিনব উদ্যোগ নিয়েছে। দেশটির একটি সংগঠন। তারা জানিয়েছেন, যারাই ভ্যাকসিন নেবেন, তাদেরকে উপহারস্বরূপ গাজা দেয়া হবে।
কয়েকদিন আগে গাঁজাপ্রেমীদের জোট ‘ডি সি মারিজুয়ানা জাস্টিস’ ঘােষণা করে, যারা ভ্যাকসিনের প্রথম ডােজটি নেবেন, তাদেরই গাঁজা মেশানাে সিগারেট উপহার দেয়া হবে।
তবে বিনামূল্যে গাঁজা নেওয়ার আগে ভ্যাকসিনেশন কার্ড দেখাবে হবে। গ্রুপের কোফাউন্ডার নিকোলাস সিলার এই প্রসঙ্গে জানান, মহামারী দূর করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। আর এই গাঁজার প্রলােভন কাটানাে বেশ মুশকিল। মানুষ এর টানেই ভ্যাকসিন নিতে আগ্রহী হবেন বলে আমার ধারণা।
অন্যদিকে জেরি মিলান জানান, কোভিড-১৯ ভ্যাকসিনের গুরুত্ব বােঝাতেই এই উদ্যোগ। তবে নিজেদের দায়িত্বে এবং শরীর বুঝে গাঁজা খাওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি। তারা আশা করছেন এর মাধ্যমেই করােনা আবহ এবং ভীতি পুরােপুরিই কেটে যাবে একদিন।
ওয়াল্ড লেকের ‘গ্রিন হাউস’ জানায়, জানুয়ারি মাসে শুরু হয়েছেন ‘পট ফর শটস্ ক্যাম্পেন। এখনও পর্যন্ত ৪ হাজার মানুষদের তারা প্রিরােলড জয়েন্ট দিয়েছেন। এর চাহিদা নাকি এখন এতােটাই বেড়ে গেছে, যে মার্চ পর্যন্ত এই ক্যাম্পেন চলবে বলে তারা জানিয়েছে।
