ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ফাঁকা মাঠে দুই ক্যাবল অপারেটর কর্মীকে কুপিয়ে হত্যা।

মোরশেদ আলম, যশোর জেলা প্রতিনিধি।
অক্টোবর ১৬, ২০২০ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরের মনিরামপুরে ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার জায়ন্তা গ্রামের মুক্তার গাজীর ছেলে বাদল (২৪) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে আবদুল আহাদ আলী (২৫)।নিহতরা দুইজন সম্প্রর্কে প্রতিবেশী চাচাতো ভাই। তাদের মধ্যে বাদল রূপদিয়া বাজারে ইন্টারনেট সংযোগের কাজ করতেন। আর আহাদ পেশায় কৃষক।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে ডিশ লাইনের (ক্যাবল অপারেটর) কাজ করছিলেন বাদল ও আহাদ। অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের দুইজনকে অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলেই বাদলের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন আবদুল আহাদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।