ঢাকাসোমবার , ১৭ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মা মাছ শিকার না করতে হালদায় সচেতনমূলক মাইকিং।

নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২১ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

ইউনুস মিয়া, ফটিকছড়িঃ ১৭ মে-এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় রুই, মৃগেল, কাতাল ও কার্পস জাতীয় মা মাছের আনাগোনা এখন বেড়েছে। হালদায় চলছে মা মাছ ডিম ছাড়ার ভরা মৌসুম। গেল পূর্ণিমায়  মা মাছ ডিম ছাড়ার একটা জোঁ ছিল। কিন্তু তা হয়নি।

আসন্ন অমবস্যায় আরেকটি জোঁ রয়েছে। সেই সময় মা মাছ ডিম ছাড়তে পারে। তাই, হালদা সংশ্লিষ্টদের সর্তকতার কমতি নেই। ডিম ছাড়ার মৌসুমকে   সামনে রেখে রবিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সদরঘাট নৌ-পুলিশের উদ্যোগে হালদা নদীর মোহনা থেকে শুরু  করে সত্তার ঘাট পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে সচেতনতা ও সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এবিএম মিজানুর রহমান বলেন, আমরা মনে করছিলাম এবারে অমাবস্যাতে হয়তো ছাড়বে। এখন যত দেরি হচ্ছে তত ভয়ের মধ্যে আছি। মাছ শিকারীদের দৌরাত্ম কমাতে প্রতি মুহূর্তে অভিযান ও নজরদারী করতে হচ্ছে কেউ মাছ ধরে নিয়ে যায় কিনা।

জণগণকে সচেতন করতে মাইকিং চালানো হচ্ছে। হালদা থেকে কেউ যদি যেকোন ধরনের মাছ ধরার চেষ্টা করে এবং ইঞ্জিন চালিত নৌকা চালনা, পানি দূষণ ও বালি উত্তোলন করে তাদের মৎস্য আইনে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।